নিজস্ব প্রতিনিধি।
সাতক্ষীরার শ্যামনগরে পরিবেশ ও সুন্দরবন সুরক্ষায় প্লাষ্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে ছাত্র-ছাত্রীদের উদ্বুদ্ধকরণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার জোবেদা সোহরাব মডেল মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ সমাবেশের অনুষ্ঠিত হয়।
বেসরকারী উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস ছাত্তার। ইয়ুথ ফর সুন্দরবনের আহবায়ক মুনতাকিমুল ইসলাম রুহানীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ূন কবির মোল্লা। বিশেষ অতিথি ছিলেন, একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন রূপান্তরের ইকো-সুন্দরবন প্রকল্পের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়া।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, স্কুলের শিক্ষক জিএম জাহাঙ্গীর কবীর, মোঃ আলমগীর হোসেন প্রমুখ। অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীদের নিয়ে রচনা, কুইজ, উপস্থিত বক্তৃতা ও সাংস্কৃতিক প্রতিযোগীতার আয়োজন করা হয়। সবশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও ক্রেষ্ট প্রদান করা হয়।