নওয়াপাড়া পৌর (যশোর) প্রতিনিধি।
যশোর জেলা মাইক-লাইট মালিক সমিতির অভয়নগর উপজেলা শাখার সাধারণ সভা শুক্রবার সকালে নওয়াপাড়া মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।
সমিতির অভয়নগর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে সাধারণ সভায় বক্তব্য রাখেন, যশোর জেলা মাইক লাইট মালিক সমিতির সহসভাপতি মো. ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন হীরা, সহসাধারণ সম্পাদক জামাল উদ্দিন পিন্টু, কার্যনির্বাহী সদস্য আবদুল মাজেদ, অভয়নগর উপজেলা শাখার উপদেষ্টা এসএম ফারুক আহমেদ, ইকবাল হোসেন বাবলু,সাধারণ সম্পাদক টিটো ঢালী, সহ সাধারণ সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক আরিফুল ইসলাম, মো. লিটন, হাসিবুল হাসান বিপ্লব প্রমুখ।
সভা শেষে সর্বসম্মতিক্রমে ৫সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ ও ১৭ সদস্য বিশিষ্ট উপজেলা শাখার কমিটি গঠন করা হয়। উপদেষ্টারা হলেন,এসএম ফারুক আহমেদ, মোহাম্মদ আলী,আবদুর রাজ্জাক গাজী, সিরাজুল ইসলাম ও তুহিন হোসেন। ফেয়ার সাউন্ডের মালিক ইকবাল হোসেন বাবলুকে সভাপতি, সাউন্ড জোনের মালিক টিটো ঢালীকে সাধারণ সম্পাদক, কলরেডি সাউন্ডের মালিক উজ্জল সরদারকে সাংগঠনিক সম্পাদক করে ১৭সদস্য বিশিষ্ট মাইক-লাইট মালিক সমিতির অভয়নগর উপজেলা শাখার কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।