ভারতের ক্ষমতাসীন বিজেপির আদর্শিক সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত বলেছেন, ইসলাম ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং ভবিষ্যতেও থাকবে। নয়াদিল্লিতে বৃহস্পতিবার (২৮ আগস্ট) আরএসএস-এর শতবর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
মোহন ভাগবত বলেন, যারা মনে করেন ইসলাম থাকবে না, তারা হিন্দু দর্শন বোঝেন না। তাঁর মতে, পারস্পরিক আস্থা ও ঐক্যের মাধ্যমে সমাজে সংঘাত নিরসন সম্ভব।
তিনি আরও বলেন, অনুপ্রবেশ বন্ধে সরকার কাজ করছে। তবে ভারতের মুসলিম নাগরিকদের কর্মসংস্থানের সুযোগ দিতে হবে, বাইরের মানুষকে নয়। উৎসবকালে ধর্মীয় সংবেদনশীলতা রক্ষা করারও আহ্বান জানান তিনি।
জনসংখ্যা প্রসঙ্গে ভাগবত বলেন, দেশকে ভারসাম্যে রাখতে প্রতিটি পরিবারের সর্বোচ্চ তিনটি সন্তান থাকা উচিত। এই নীতি সবাইকে মেনে চলা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।