1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
চট্টগ্রামে বনাঞ্চল থেকে অবৈধভাবে উত্তোলিত বালু আদালতের নির্দেশে প্রতিস্থাপন - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৮ অপরাহ্ন

চট্টগ্রামে বনাঞ্চল থেকে অবৈধভাবে উত্তোলিত বালু আদালতের নির্দেশে প্রতিস্থাপন

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৯ জন খবরটি পড়েছেন

৮ জনের বিরুদ্ধে বনবিভাগের মামলা

বিশেষ প্রতিনিধি।

চট্টগ্রাম উত্তর বনবিভাগের করেরহাট রেঞ্জের আওতাধীন সংরক্ষিত বনাঞ্চল এলাকা থেকে অ’বৈ’ধ উত্তোলনকৃত বালু প্রতিস্থাপন করেছে বনবিভাগ। বিভিন্ন সময়ে উত্তোলনকৃত ১ লাখ ২৫০ ঘনফুট বালু চট্টগ্রাম বিজ্ঞ আদালতের নির্দেশে প্রতিস্থাপন করা হয়।

‎গত ৬ আগস্ট চট্টগ্রাম বন আদালতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জব্দকৃত বালি প্রতিস্থাপন করার রায় ঘোষণা করেন। শনিবার দুপুরে করেরহাট ইউনিয়নের গেড়ামারা বড়থলি এলাকায় ‎প্রতিস্থাপন কার্যক্রম পরিচালনা করা হয়।

‎বন আইনের (সংশোধিত ২০০০ সন) ১৯২৭ সন এর বন আইনে ৮ জনের নাম উল্লেখ সহ আরো ২০-৩০ জন অজ্ঞাত করে অসমীদের বিরুদ্ধে পি ও আর মামলা দায়ের করা হয়।
‎সহকারী বন সংরক্ষক হারুনুর রশিদের সার্বিক দিক নির্দেশনায়, করেরহাট রেঞ্জ কর্মকর্তা তারিকুর রহমানের তত্ত্বাবধানে ও জোরারগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় বনবিভাগের বিভিন্ন রেঞ্জের কর্মকর্তা কর্মচারী এসময় উপস্থিতিতে এই প্রতিস্থাপন কার্যক্রম পরিচালনা করা হয়।

সহকারী বন সংরক্ষক হারুনুর রশিদ জানান, দীর্ঘদিন ধরে সংরক্ষিত বনাঞ্চলের বিভিন্ন স্থানে অবৈধ বালু উত্তোলন করছে একটি চক্র। আমাদের লোকবল সংকটের কারণে প্রায় সময় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যায় না। তারা রাতের আঁধারে শ্যালো মেশিন দিয়ে খাল ও পাহাড় ধসিয়ে বালু উত্তোলন করে। আমরা বিভিন্ন সময়ে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করি ও মামলা দায়ের করি। তারই প্রেক্ষিতে বিজ্ঞ আদালতের নির্দেশে আজকে এই প্রতিস্থাপনের অভিযান পরিচালনা করি। এছাড়া ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০-৩০ জনের নামে পিওআর মামলা দেয়া হয়। সংরক্ষিত বনাঞ্চল রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

অবৈধ বালু উত্তোলন

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews