1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দৌলতপুরে বিএনপি‘র দু-গ্রুপে সংঘর্ষে নিহত ১ - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
এনসিএল টি-টোয়েন্টিতেও খেলবে না যুব এশিয়া কাপজয়ী বর্ষণ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠন নিয়ে জরুরি নির্দেশনা সোনার দামে নতুন রেকর্ড, ভরিতে ২ হাজার ৭১৮ টাকা বৃদ্ধি সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান সীতাকুণ্ডে নিখোঁজের দেড়মাস পর সিএনজি চালকের লাশের কংকাল উদ্ধার নালিতাবাড়ীতে ধানক্ষেত থেকে গোখরো সাপ উদ্ধার নেত্রকোণায় দুদকের ১৮৩তম গণশুনানি, স্বচ্ছতা-জবাবদিহিতা বৃদ্ধির আহ্বান সুন্দরবনের অভয়ারণ্যে ৩নৌকাসহ ২ জেলে আটক কাঁকড়া আহরণে গিয়ে সুন্দরবনে জেলের মৃত্যু, খোঁজ রাখে না বন বিভাগ ব্র্যাকে চাকরি সুযোগ; সাপ্তাহিক ২ দিন ছুটিসহ দেবে নানা সুবিধা

দৌলতপুরে বিএনপি‘র দু-গ্রুপে সংঘর্ষে নিহত ১

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৩ জন খবরটি পড়েছেন

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি।
কুষ্টিয়ার দৌলতপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে স্থানীয় বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষে গুরুতর আহত বাবুল আক্তার (৫৫) নামে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (৬ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত বাবুল আক্তার বিএনপি কর্মী এবং ঢাকা মহানগর (উল্টর) যুবদলের আহবায়ক ও দৌলতপুর আসনের সম্ভাব্য এমপি প্রার্থী শরীফ উদ্দিন জুয়েলের সমর্থক। এবং হামলাকারী আলম হোসেন আগে জাসদ করলেও সম্প্রতি পিয়ারপুর ইউনিয়ন বিএনপির সম্পাদক হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৭ আগস্ট রাত ৮টার দিকে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের মাদিয়া বাজারে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে বাবুল আক্তার ও সোহাগ হোসেন নামে ২জন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে ৯দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার দুপুরে বাবুল আক্তার মারা যান।

সংঘর্ষের ঘটনায় বাবুল আক্তার আহত অবস্থায় ঘটনার দিন রাতে নিজে বাদী হযে মাদিয়া এলাকার বিএনপি নেতা আলম ও নবীর সহ ৭-৮ জনকে আসামি করে দৌলতপুর থানায় মামলা দায়ের করেন।
এদিকে বাবুল আক্তারের মৃত্যুর খবরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তা নিয়ন্ত্রণ করে। এসময় বিক্ষুব্ধ জনতা ঘটনার সাথে জড়িত মারুফ হোসেন (৪০) নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

এ বিষয়ে দৌলতপুর থানার ওসি মো. সোলাইমান শেখ জানান, সংঘর্ষের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছিল। আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিনও নিয়েছে। এখন বাবুল আক্তারের মৃত্যুকে কেন্দ্র করে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্তের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রযেছে বলে ওসি জানিয়েছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews