1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ডিজিটাল যুগে আইনের শিক্ষার্থীদের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে: কুবি উপাচার্য - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫২ অপরাহ্ন

ডিজিটাল যুগে আইনের শিক্ষার্থীদের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে: কুবি উপাচার্য

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯ জন খবরটি পড়েছেন

ডিজিটাল যুগে আইনের শিক্ষার্থীদের বিভিন্ন  চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে বলে মন্তব্য করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হায়দার আলী। সোমবার (৮ সেপ্টেম্বর) আইন বিভাগের ল’ ক্লিনিকের উদ্যোগে ‘ল ফেস্ট ২০২৫’ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 

তিনি বলেন, আমাদের জাতীয় ডাটাবেইজ যেমন জমির দলিল, এনআইডি, পাসপোর্ট—সবই এখন ডিজিটাল হচ্ছে। কিন্তু এগুলো সুরক্ষার জন্য দেশে কার্যকর কোনো আইন নেই। সহজেই পরিবর্তন বা মুছে ফেলা সম্ভব। এক্সেস কন্ট্রোল পলিসি বা আইসিটি নীতি নিয়ে এখনও কোনো কমিটি নেই। এসব নিয়ে আইন শিক্ষার্থীদের ভাবতে হবে, কারণ ভবিষ্যতে দেশের নেতৃত্ব দিতে হবে তাদেরকেই।”

আইন বিভাগের ছাত্র উপদেষ্টা সহকারী অধ্যাপক সোহরাব হোসাইন বলেন,”পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ‘ল ফেস্ট’। সপ্তাহব্যাপী আয়োজন শিক্ষক ও শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে উৎসবমুখর ছিল। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, পারস্পরিক সৌহার্দ্য এবং নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

আইন বিভাগের ভারপ্রাপ্ত প্রধান মো. আলী মুর্শেদ কাজেম বলেন,”ল’ ফেস্ট শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, নেতৃত্বগুণ ও পেশাদারিত্ব বিকাশের এক অনন্য প্ল্যাটফর্ম। শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় আয়োজনটি সফল হয়েছে।”

বিকেল ৪টায় প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম, পাবলিক প্রসিকিউটর এডভোকেট  মুহাম্মদ বদিউল আলম সুজন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১, জেলা ও দায়রা জজ আদালত,  কুমিল্লা এবং বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews