ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে তরিকুল শিবলী (৪০) নামে এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। তিনি বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল এস-এর রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের ভেতরে দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়েন তিনি। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সহকর্মী সোহেল রানা জানান, নির্বাচনী প্রচার-প্রচারণা ও ভোটগ্রহণ পরিস্থিতি নিয়ে সরাসরি সম্প্রচারে (লাইভ) ছিলেন তরিকুল শিবলী। এ সময় হঠাৎ তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি। মৃত সাংবাদিকের গ্রামের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার এতবারপুর গ্রামে। তিনি এ কে এম শাহিদুল্লাহর ছেলে।