নওয়াপাড়া পৌর (যশোর) প্রতিনিধি।
অভয়নগর উপজেলার দেয়াপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজিয়া সুলতানা নামের দুই বছরের এক শিশুর
মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল অনুমানিক ১১টার দিকে শিশুটির নিজ বসতঘরে।
জানা গেছে, ওই সময় শিশুটির মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় খেলা করতে গিয়ে রাজিয়া সুলতানা
বৈদ্যুতিক তার সংযুক্ত হোল্ডারে হাত দিলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরিবারের সদস্যরা দ্রুত তাকে অবয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।