বাগেরহাট প্রতিনিধি।
বাগেরহাটে চারটি আসন বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো হরতাল চলছে। বৃহস্পতিবার সকাল থেকে সড়কে আগুন জ্বালানো ও গাছের গুঁড়ি ফেলে জেলার বিভিন্ন স্থানে অবরোধ সৃষ্টি করেন হরতালের সমর্থনকারীরা।
সর্বদলীয় সম্মিলিত কমিটির দাবি, অন্তত ১৩৪টি স্থানে অবরোধের কারণে বাগেরহাট কার্যত অন্য জেলা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে আন্তঃজেলা যোগাযোগও বন্ধ হয়ে গেছে।
সরেজমিনে দেখা গেছে, সড়ক বন্ধ থাকায় বিভিন্ন এলাকায় ট্রাকের দীর্ঘ সারি তৈরি হয়েছে। ব্যবসায়ী ও পরিবহন চালকেরা ক্ষতির মুখে পড়েছেন। দোকানপাটও বন্ধ রয়েছে।
হরতাল বুধবার সকাল থেকে শুরু হয়ে রাতেও অব্যাহত ছিল। স্থানীয়রা জানান, রাতে অবরোধ থাকায় জনভোগান্তি আরও বেড়েছে।
এ আন্দোলনের সূত্রপাত ৩০ জুলাই নির্বাচন কমিশনের প্রস্তাবকে কেন্দ্র করে, যেখানে বাগেরহাটের চার আসনের জায়গায় তিনটি আসন রাখা হয়। ৪ সেপ্টেম্বর প্রকাশিত চূড়ান্ত গেজেটেও এই সিদ্ধান্ত বহাল রাখা হয়।