প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)।
সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাত থেকে পথচারী ও এলাকাবাসীকে রক্ষার্থে এবং পরিবেশ সুরক্ষায় গ্রামীণ সড়কের দুইপাশ দিয়ে তাল গাছের চারা রোপণ করেছে স্থানীয় যুব ও শিশুরা।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে শ্যামনগর পৌরসভার যাদবপুর গ্রামের সমাজকর্মী শেখ কামরুজ্জামানের উদ্যোগে চিংড়াখালী মাধ্যমিক বিদ্যালয় থেকে কল্যাণপুর সুইচগেট পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার ২০০ তালগাছের বীজ রোপণ করেছেন তারা।
কামরুজ্জামান জানান, উপকূলীয় এ উপজেলায় বিভিন্ন সময়ে বজ্রপাতে কৃষক, জেলেসহ সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। প্রতিনিয়ত ঝড়বৃষ্টির সময় ব্যাপক বজ্রপাত হচ্ছে। পাশাপাশি গাছপালা কমে যাওয়ায় বেড়েছে দাবদাহসহ বৈরী আবহাওয়া। পর্যায়ক্রমে সব গ্রামীণ সড়কে তালগাছের চারা রোপণ করা হবে।
এ তাল বীজ বপনের তার সহযোগিতা করেন মোঃ মাসুম বিল্লাহ, মনিরুল ইসলাম, তুহিন, রিয়াসাদ, জাহিদ, সোহেল, মোশারফ, তামিম, ইসরাফিল, সুজনসহ ১০-১৫ জন স্কুল ও কলেজ পড়ুয়া ছেলে।