ভারতে এ বছর ১,২০০ মেট্রিকটন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বাংলাদেশ সরকার। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার জানিয়েছেন, দুর্গাপূজা উপলক্ষে সৌজন্যবশত ও অনুরোধের প্রেক্ষিতে এই ইলিশ পাঠানো হবে, যদিও পরিমাণটি গত বছরের তুলনায় অর্ধেকেরও কম।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে স্থানীয় প্রশাসন, বেসরকারি প্রতিষ্ঠান ও এনজিও প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
তিনি আরও বলেন, প্রবাসী বাঙালিদের দাবির প্রেক্ষিতে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ১১ হাজার মেট্রিকটন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। তবে এ বছর জাটকা নিধনের কারণে উৎপাদন কম হওয়ায় দেশের বাজারে এর প্রভাব পড়েছে।
সরকার বাজার নিয়ন্ত্রণে রাখতে দেশের কিছু এলাকায় সাশ্রয়ী মূল্যে ইলিশ বিক্রি করবে বলেও জানান ফরিদা আখতার।