বেনাপোল প্রতিনিধি।
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানি শুরু হয়েছে। সরকার এ বছর ৩৭ জন রফতানিকারককে মোট ১,২০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে।
বুধবার দিবাগত রাত ১টার দিকে বেনাপোল বন্দর দিয়ে প্রথম চালানে ৩৭ টন ৪৬০ কেজি ইলিশ ভারতে যায়। এ চালানে ছয়টি প্রতিষ্ঠান অংশ নেয়। প্রতিকেজি ইলিশ রপ্তানির মূল্য নির্ধারণ করা হয়েছে ১২ ডলার ৫০ সেন্ট, যা বাংলাদেশি টাকায় প্রায় ১,৫২৫ টাকা।
মৎস্য অধিদপ্তর জানিয়েছে, আগামী ৫ অক্টোবরের মধ্যে অনুমোদিত ইলিশ রপ্তানি শেষ করতে হবে। গত বছর ২,৪২০ টন রপ্তানির অনুমতি থাকলেও ৫৩২ টন রপ্তানি হয়েছিল।
এদিকে রপ্তানির খবরে দেশের বাজারে ইলিশের দাম বেড়েছে। এক মাস আগে প্রতিকেজি ১,৪০০–১,৫০০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা ২,২০০–২,৫০০ টাকায় বিক্রি হচ্ছে। সাধারণ ক্রেতারা বলছেন, রপ্তানির কারণে বাজারে দাম আরও বাড়ছে। ব্যবসায়ীরা দাবি করছেন, রপ্তানি দুই দেশের বাণিজ্য ও সৌহার্দ্য সম্পর্ককে আরও জোরদার করবে।
২০১২ সালে উৎপাদন সংকটের কারণে ইলিশ রপ্তানি বন্ধ হয়েছিল। তবে ২০১৯ সাল থেকে বিশেষ বিবেচনায় দুর্গাপূজাকে কেন্দ্র করে আবার রপ্তানি চালু হয়। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক অর্থবছরে ভারতে ইলিশ রপ্তানির পরিমাণ ওঠানামা করেছে; ২০২৪–২৫ অর্থবছরে রপ্তানি কমে দাঁড়ায় ৬৬০ টনে।