নিজস্ব প্রতিনিধি।
সাতক্ষীরার শ্যামনগর পৌরসভার গোপালপুর ঐতিহাসিক মনসা মন্দিরে শ্রী শ্রী মা মনসা দেবীর পূজা সম্পন্ন হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে গোপালপুর ঐতিহাসিক মনসা মন্দিরে শ্রী শ্রী মা মনসা দেবীর পূজা শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে পূজা। দুধ, কলা, ডিম ও ফল নিয়ে দিয়ে হাজারাও ভক্তি মনসা দেবীর পূজা দিতে আসে মন্দিরে।
গ্রামে ধর্মীয় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিনভর অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী মনসা পূজা। শত বছরের এই প্রাচীন পূজা দেখতে ভিড় জমায় শত শত ভক্ত দর্শনার্থীরা।
পূজা উপলক্ষে গোপালপুর এলাকায় সাজসাজ রব পড়ে যায়। স্থানীয় যুবসমাজ ও পূজা কমিটির তত্ত্বাবধানে আয়োজিত হয় বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, ভক্তিগীতির আসর ও মনসার গান। এ পূজার অন্যতম আকর্ষণ ছিল মনসা দেবীর পূজা ও পূর্ণাহুতি, যেখানে নারীরা স্নান করে পবিত্র শাড়ি পরে পূজায় অংশগ্রহণ করেন।
স্থানীয়রা জানান, এ পূজা শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, সামাজিক সম্প্রীতির একটি উৎসব হিসেবেও দেখা হয়। পূজাকে কেন্দ্র করে গড়ে ওঠে মেলা, চলে হরেক রকমের দোকান এবং শিশুদের জন্য বিভিন্ন খেলাধুলা।
পূজা কমিটির সভাপতি বলেন, “আমরা প্রতিবছরই ঐতিহ্য মেনে এই পূজা আয়োজন করে থাকি। সকল ধর্মের মানুষ একত্রিত হয়ে এই উৎসবে অংশ নেন, যা আমাদের এলাকার সম্প্রীতির প্রতীক।”
পূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল স্থানীয় প্রশাসনের নজরদারি। শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় মনসা পূজার সকল আনুষ্ঠানিকতা।