বিডিটেলিগ্রাফ ডেস্ক।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি বাস্তবায়নসহ কয়েক দফা দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামীসহ সাতটি রাজনৈতিক দল। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) কর্মসূচির প্রথম দিনে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে দলগুলো।
বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পৃথক সময়ে এসব কর্মসূচি চলবে। জামায়াত বিকেল সাড়ে ৪টায় বায়তুল মোকাররম দক্ষিণ ফটক থেকে সমাবেশের পর মিছিল বের করবে। ইসলামী আন্দোলন জোহরের নামাজ শেষে বায়তুল মোকাররম উত্তর প্রাঙ্গণে বিক্ষোভ করবে। বাংলাদেশ খেলাফত মজলিস আসরের পর উত্তর ফটক থেকে মিছিল বের করবে, আর খেলাফত মজলিস বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করবে।
এছাড়া বাংলাদেশ খেলাফত আন্দোলন ও নেজামে ইসলাম পার্টি একই এলাকায় বিকেল ৪টায় পৃথক কর্মসূচি পালন করবে। জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) বিকেল সাড়ে ৪টায় বিজয়নগর পানির ট্যাংকের সামনে সমাবেশ করবে।
দলগুলোর শীর্ষ নেতারা এসব কর্মসূচিতে বক্তব্য রাখবেন। তাদের মূল দাবি হলো জুলাই সনদের বাস্তবায়ন, সংসদে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা (পিআর পদ্ধতি), সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে লেভেল প্লেয়িং ফিল্ড এবং অতীত সরকারের অপরাধের বিচার।
যদিও সাতটি দলের দাবি সংখ্যায় ভিন্ন, তবে সবার লক্ষ্য অভিন্ন—অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের নিশ্চয়তা।