1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ম্যানেজিং কমিটিতে দাতা সদস্য মনোনয়নে বেকায়দায় পড়েছেন প্রধান শিক্ষকেরা - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির পক্ষে বারাক ওবামা দুবাইয়ে রোমাঞ্চকর ফাইনালে পাকিস্তানকে হারিয়ে শিরোপা ভারতের পাহাড়ে ধর্ষণের বিচারের দাবিতে গবিতে মশাল মিছিল কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু, আহত দুই ক্ষমতায় গেলে তিন অগ্রাধিকার বাস্তবায়নের ঘোষণা দিল জামায়াত আমির হজযাত্রীদের জন্য তিনটি নতুন সরকারি প্যাকেজ ঘোষণা শ্যামনগরে আদি যমুনা নদী বাঁচাও আন্দোলন কমিটির মতবিনিময় সভা বিশেষ ‘মূল্যায়ন’ পরীক্ষা নিয়ে ব্যাখ্যা দিলো ইসলামী ব্যাংক বিশ্ব নদী দিবসের র‍্যালি থেকে নদী, খাল দখল মুক্ত ও ইজারা বন্ধের দাবি আগোরা লিমিটেডে অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি; কর্মদিবস সাপ্তাহিক ৫ দিন

ম্যানেজিং কমিটিতে দাতা সদস্য মনোনয়নে বেকায়দায় পড়েছেন প্রধান শিক্ষকেরা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০০ জন খবরটি পড়েছেন

তারিম আহমেদ ইমন, নওয়াপাড়া (যশোর)।
বেসরকারি স্কুলে ম্যানেজিং কমিটি গঠনের পরিপত্র জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। যার আলোকে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড গত ১০ সেপ্টেম্বর-২০২৫ তারিখে জরুরী বিজ্ঞপ্তির মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি গঠনে জোর নির্দেশনা প্রদান করে।

বর্তমানে অভয়নগর উপজেলায় রয়েছে ৫৬টি বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান। এর মধ্যে মাধ্যমিক স্কুলের সংখ্যা ৪৮টি। নিম্ন মাধ্যমিক স্কুলের সংখ্যা ৮টি। এসব শিক্ষ প্রতিষ্ঠানে বর্তমানে চলমান রয়েছে এডহক কমিটি। শিক্ষা বোর্ড ও শিক্ষা মন্ত্রণালয়ের ম্যানেজিং কমিটি গঠনের প্রজ্ঞাপন মোতাবেক আগামী ৩০নভেম্বরের মধ্যে কমিটি গঠনের কাজ সম্পন্ন করার নির্দেশনা দেয়া হয়। শিক্ষা বোর্ডের নির্দেশনা পেয়ে উপজেলার প্রতিটি বিদ্যালয়ে কমিটি গঠনের কার্যক্রম শুরু করে দিয়েছেন প্রধান শিক্ষকেরা। ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম শুরু করতে গিয়ে ম্যানেজিং কমিটিতে একজন দাতা সদস্য মনোনয়নের বিষয়টি নিয়ে বিপাকে পড়েছেন স্কুলের প্রধান শিক্ষকগণ।

ম্যানেজিং কমিটি গঠনের প্রজ্ঞাপনে দেখা যায়, এককালিন দাতা সদস্য মনোনয়নে চলমান কমিটির মেয়াদ উর্ত্তীণের ন্যুনতম ৯০ দিন পূর্বে সংশ্লিষ্ট বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অনুকূলে সরকারের ধার্যকৃত অর্থ এককালিন পে-অর্ডারের মাধ্যমে দান করতে হবে। কিন্তু আগামী ৩০নভেম্বরের মধ্যে ৯০দিন না থাকায় দাতা সদস্য মনোনয়ন কীভাবে করবেন সেটা ভেবে কুলকিনারা পাচ্ছেন না প্রধান শিক্ষকেরা। নাম প্রকাশ না করার শর্তে একজন প্রধান শিক্ষক জানান,তার বিদ্যালয়ে ৯০দিনের অজুহাত দেখিয়ে দাতা সদস্য না নিয়ে স্কুলের ম্যানেজিং কমিটি গঠন করাটাই অসম্ভব হয়ে উঠবে। তিনি আরো জানান, বর্তমান সময়ে নতুন করে দাতা সদস্য মনোনয়ন দিলে অন্য ব্যক্তিরাও প্রশ্ন তুলবে। দাতা সদস্য মনোনয়নে বিপদে পড়েছি আমরা।

দাতা সদস্য মনোনয়নের বিষয়ে নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজিজুর রহমান জানান, ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম শুরু করেছি। আগামী এক সপ্তাহের মধ্যে ম্যানেজিং কমিটির বিভিন্ন ক্যাটাগরির সদস্যদের খসড়া ভোটার তালিকা প্রস্তুত করা হবে। তবে দাতা সদস্য মনোনয়নের বিষয়টি এখনও বুঝতে পারছি না।

এ ব্যাপারে অভয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম জানান, যেহেতু সরকারের নির্দেশনা জারি করা হয়েছে। দাতা সদস্য মনোনয়নে বর্তমান কমিটির মেয়াদের ৯০দিনের সময় নেই। তাই খসড়া ভোটার তালিকা প্রকাশের পূর্বে সরকার নির্ধারিত এককালিন অর্থ সংশ্লিষ্ট বিদ্যালয়ের অনুকূলে দানপূর্বক দাতা সদস্য মনোনয়ন করা যাবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews