ফরিদপুরে গত দুইদিন ধরে বিএনপির রাজনৈতিক মাঠে তোলপাড় শুরু হয়েছে। সম্প্রতি কয়েকটি সংবাদ মাধ্যমে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুইশো আসনে বিএনপির মনোনয়ন দিয়েছেন সংবাদ প্রকাশিত হয়েছে। এই প্রতিবেদন দেখে ফরিদপুরের ৪টি আসনের তৃণমূলের বিএনপির নেতা কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার, ২৩ শে সেপ্টেম্বর বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান , আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, সম্প্রতি কিছু পত্র পত্রিকা , গণমাধ্যম এবং স্যোশাল মিডিয়ায় বিএনপির মনোনয়নের কথিত তালিকা , নাম – ধাম প্রকাশ করে দলের নেতা কর্মীদের মধ্যে বিভ্রান্তি , অসন্তোষ এবং বিশৃঙ্খলা উস্কে দেয়ার ষড়যন্ত্র করছে।
অনুমিত হচ্ছে , বিএনপিতে বিভেদ-বিসম্বাদ সৃজনের অশুভ অভিপ্রায় নিয়ে কতিপয় মিডিয়া যথেচ্ছভাবে মিথ্যা অপপ্রচার প্রোপাগান্ডায় লিপ্ত হয়েছে। অপরদিকে ফরিদপুর সংসদীয় আসন ১ এ অপপ্রচার চলছে আওয়ামী লীগের দোসর ও দুইহাজার কোটি টাকার মানি লন্ডারিং মামলার চার্জ শিট ভুক্ত আসামী ও কেন্দ্রীয় কৃষক লীগের সহ সভাপতি আরিফুর রহমান দোলনকে বিএনপি থেকে এ আসন থেকে মনোনয়ন দেয়া হবে।
এ ব্যাপারে ফরিদপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম জানান , বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই নির্যাতনের শিকার , তাই আমি মনে করি তিনি দলের হামলা মামলার শিকার এ ধরণের নেতা কর্মীদের মনোনয়ন দিবেন। কোনদিন ও আওয়ামী লীগের দোসরদের মনোনয়ন দিবেন না।
এ ব্যাপারে ফরিদপুর সদর আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি মাহাবুবুল হাসান পিংকু জানান, পত্র পত্রিকায় মনোনয়ন সংক্রান্ত যে প্রতিবেদন প্রকাশিত হয়ে তা মিথ্যা ও ভিত্তিহীন। যদি সত্যিই তা হয় তাহলে তা তারেক জিয়ার প্রজ্ঞাপনের মাধ্যমে হবে।