1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে আদি যমুনা নদী বাঁচাও আন্দোলন কমিটির মতবিনিময় সভা - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
পাহাড়ে ধর্ষণের বিচারের দাবিতে গবিতে মশাল মিছিল কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু, আহত দুই ক্ষমতায় গেলে তিন অগ্রাধিকার বাস্তবায়নের ঘোষণা দিল জামায়াত আমির হজযাত্রীদের জন্য তিনটি নতুন সরকারি প্যাকেজ ঘোষণা শ্যামনগরে আদি যমুনা নদী বাঁচাও আন্দোলন কমিটির মতবিনিময় সভা বিশেষ ‘মূল্যায়ন’ পরীক্ষা নিয়ে ব্যাখ্যা দিলো ইসলামী ব্যাংক বিশ্ব নদী দিবসের র‍্যালি থেকে নদী, খাল দখল মুক্ত ও ইজারা বন্ধের দাবি আগোরা লিমিটেডে অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি; কর্মদিবস সাপ্তাহিক ৫ দিন ফরিদপুরের সালথায় পারিবারিক কলহের ‌জেরধরে স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে ইউরিক অ্যাসিড বাড়াচ্ছে খাদ্যাভ্যাস, কীভাবে নিয়ন্ত্রণে রাখবেন

শ্যামনগরে আদি যমুনা নদী বাঁচাও আন্দোলন কমিটির মতবিনিময় সভা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪০ জন খবরটি পড়েছেন
ছবি। শ্যামনগরে আদি যমুনা নদী বাঁচাও আন্দোলন কমিটির মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি।

আদি যমুনা নদীকে প্রবাহমান করতে, শ্যামনগর সদরের মহাশ্মশানের সামনে ব্রিজ নির্মাণ, সদরের চন্ডিপুর এলাকায় কালভার্ট ভেঙ্গে ব্রিজ নির্মাণ, যমুনা নদীর সাথে সংযুক্ত খাল উন্মুক্তকরণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  আদি যমুনা নদী বাঁচাও আন্দোলন কমিটির আয়োজনে রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৫টায় ব্রেকিং দ্য সাইলেন্সের সহযোগিতায় প্রগতির কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। 

প্রগতির সভাপতি মিসেস সাহানা হামিদের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন আদি যমুনা নদী বাঁচাও আন্দোলন কমিটির আহবায়ক আশেক-ই-এলাহী।  

এসময় আরও বক্তব্য রাখেন, শ্যামনগর সরকারি মহসিন কলেজের অবসরপ্রাপ্ত উপ-অধ্যক্ষ মোঃ নাজিন উদ্দীন, প্রফেসর আবু সাঈদ, বীর মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণনন্দ মুখার্জী, আতরজান মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক দেবপ্রসাদ মন্ডল, বারাসিকের আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার প্রমুখ।

সভায় বক্তারা বলেন, আদি যমুনা নদী এক সময় এই অঞ্চলের প্রাণ ছিল। নদীর সঙ্গে সংযুক্ত খাল-বিল ও আশপাশের কৃষিভিত্তিক জীবিকা এখন হুমকির মুখে। নদীটি দখল, দূষণ ও অব্যবস্থাপনার কারণে শুকিয়ে যাচ্ছে। এতে কৃষি, মৎস্য এবং পরিবেশের উপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে।

আন্দোলন কমিটির আহ্বায়ক আশেক-ই-এলাহী বলেন, আমরা নদী রক্ষায় প্রশাসনের সহযোগিতা কামনা করছি। এটি শুধু একটি নদীর অস্তিত্ব রক্ষার প্রশ্ন নয়, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের টিকে থাকার লড়াই।

সভায় বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভা শেষে আদি যমুনা নদী পুনরুদ্ধারে এলাকাভিত্তিক সচেতনতা কর্মসূচির ঘোষণা দেয়া হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews