রাজশাহীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাহেব বাজার আরডিএ মার্কেট সংলগ্ন নিতাই মিষ্টি ঘরকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টা ৩০ মিনিটে বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
বিএসটিআই জানায়, প্রতিষ্ঠানটি ‘সুইটমিট (মিষ্টি)’ পণ্যের জন্য মানসনদ গ্রহণ করেনি। এছাড়া ‘দই ও ঘি’ পণ্যগুলোর মানসনদ নবায়ন ছাড়াই উৎপাদন ও বিক্রয় চলছিল। পণ্যের প্যাকেটেও উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখসহ বাধ্যতামূলক লেবেল ছিল না। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ১১,০০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বোরহান উদ্দিন অন্তর। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং-এর কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। এ সময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিএসটিআই জানিয়েছে, ভোক্তার অধিকার সুরক্ষায় রাজশাহীসহ সারা দেশে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। প্রেস বিজ্ঞপ্তি