ঠাকুরগাঁও প্রতিনিধি।
ঠাকুরগাঁওয়ে দুর্গা পূজা উপলক্ষে দরিদ্র হিন্দু পরিবারের জন্য মাত্র ৫ টাকায় খাদ্যসামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন “সহায়”। মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ পূজা বাজারে ৩০০-র বেশি পরিবার উপকৃত হয়।
খাদ্যসামগ্রীর মধ্যে ছিল পোলাও চাল, চিনি, নারিকেল, আটা, তেল এবং একটি করে মুরগি। স্বল্পমূল্যে এমন সহযোগিতা পেয়ে খুশি দরিদ্র পরিবারগুলো।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী অফিসার খাইরুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ সংগঠনের উপদেষ্টা ও নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ২০১৮ সাল থেকে সহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াচ্ছে এবং তাদের প্রতিটি উদ্যোগ ব্যতিক্রমী। পূজার দিনে অসহায় মানুষ যেন পরিবারের সঙ্গে ভালোভাবে উৎসব পালন করতে পারে, সেই লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।