ডেস্ক নিউজ।
এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম বাস্তবায়নে বেসরকারি মাদ্রাসার শূন্য পদের তথ্য সংগ্রহ শুরু করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। আগামী ১৬ অক্টোবরের মধ্যে এসব তথ্য এমইএমআইএস (MEMIS) সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার জারি করা এক অফিস আদেশে জানানো হয়, ২০১৪ সালের বদলি নীতিমালা কার্যকর রাখতে শূন্য পদের হালনাগাদ তথ্য প্রয়োজন। এজন্য মাদ্রাসার সভাপতি, অধ্যক্ষ, সুপার, ইবতেদায়ি প্রধান ও ভারপ্রাপ্ত প্রধানদের দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে।
অফিস আদেশে আরও বলা হয়, শূন্য পদের তথ্য dme.memis.gov.bd লিংকে পাঠাতে হবে। প্রক্রিয়া সহজ করার জন্য প্রতিষ্ঠানপ্রধানদের আলাদা ব্যবহারবিধি (ইউজার ম্যানুয়াল) সংযুক্ত করা হয়েছে।