ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষার্থীদের একাডেমিক ও পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে গঠিত ইসলামী বিশ্ববিদ্যালয় বিজনেস ক্লাব (IUBC)-এর উদ্যোগে নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের (টিএসসিসি) ১১৬ নং কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানটি ক্লাবের সদস্যদের প্রাণবন্ত অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে।
অনুষ্ঠানে ক্লাবের সভাপতি আহমেদ মাসুম রেজা’র সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা ও ব্যবস্থাপনা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. গোলাম মহিউদ্দিন, সফট স্কিল বিষয়ক প্রতিষ্ঠান OASIS INFORMATION-এর সিইও আসিফ ইকবাল, এবং Skill Assessment For Employment (SAFE)-এর সিইও নওশিন বনি।
এছাড়াও মাচাং-এর সিইও মো. রেজওয়ান খান, ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাখাওয়াত জাহান সহ বিজনেস ক্লাবের প্রায় দেড় শতাধিক সদস্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অতিথিদের মধ্যে OASIS INFORMATION-এর সিইও আসিফ ইকবাল বলেন, “একজন মানুষের দুটি গুরুত্বপূর্ণ দক্ষতা থাকা জরুরি— হার্ড স্কিল ও সফট স্কিল। সফট স্কিল সবার জন্যই অপরিহার্য। ইংরেজি দক্ষতা, কম্পিউটার জ্ঞান, অফিসের আচরণবিধি, এবং সহকর্মীদের সঙ্গে পেশাদার আচরণ— এগুলো কর্মজীবনে সফলতার মূলভিত্তি। এসব দক্ষতা ছাড়া কেউ উদ্যোক্তা বা পেশাজীবী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে না।”
এর সিইও নওশিন বনি বলেন, “একাডেমিক জ্ঞানের পাশাপাশি সফট স্কিল অর্জনই একজন শিক্ষার্থীর পেশাগত বিকাশের সবচেয়ে বড় মূলধন। যারা এই স্কিলগুলো অর্জন করে, তারাই ভবিষ্যতের কর্মক্ষেত্রে আলাদা পরিচয় গড়ে তুলতে পারে।”
সভাপতির বক্তব্যে আহমেদ মাসুম রেজা নবীন সদস্যদের উদ্দেশে বলেন, “তোমরা এমন কিছু করো, যা তোমাদের ব্যক্তিগত অর্জনের পাশাপাশি এই বিশ্ববিদ্যালয়ের জন্যও গর্বের কারণ হয়ে ওঠে। বিজনেস ক্লাব বিশ্বাস করে নৈতিক নেতৃত্ব ও সামাজিক দায়বদ্ধতায়। সততা ও নৈতিক দৃঢ়তার মাধ্যমেই প্রকৃত সাফল্য অর্জন সম্ভব। তোমাদের নেতৃত্ব যাত্রা (Leadership Journey) ফলপ্রসূ করতে আমি সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দিচ্ছি।”
প্রসঙ্গত, ইসলামী বিশ্ববিদ্যালয় বিজনেস ক্লাব (IUBC) ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষার্থীদের একাডেমিক ও পেশাগত উন্নয়নের জন্য প্রতিষ্ঠিত একটি প্ল্যাটফর্ম। ক্লাবটির মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের স্কিল ডেভেলপমেন্টে সহায়তা করা, ব্যবসায়িক জ্ঞানের বাস্তব প্রয়োগে উৎসাহ দেওয়া, এবং নেতৃত্ব ও যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করা। পাশাপাশি, কর্মশালা, সেমিনার ও বিভিন্ন প্রফেশনাল নেটওয়ার্কিং কার্যক্রমের মাধ্যমে সদস্যদের ভবিষ্যৎ ক্যারিয়ারে প্রতিযোগিতামূলক সক্ষমতা অর্জনে সহায়তা করাই ক্লাবটির প্রধান লক্ষ্য।