স্টাফ রিপোর্টার।
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বোরকা, হিজাব ও নিকাব পরার কারণে এক নারী শিক্ষার্থীর গায়ে থুতু নিক্ষেপ ও শারীরিকভাবে হেনস্তা করার অভিযোগ উঠেছে। বুধবার (২৯ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও বিভিন্ন হল সংসদের নেতাকর্মীরা এ ঘটনার প্রতিবাদ জানিয়ে প্রক্টর অফিসে লিখিত অভিযোগ জমা দেন।
অভিযোগ জমা দেওয়ার পর ডাকসু সদস্য সাবিকুন্নাহার তামান্না বলেন, “ঘটনার পর থেকে প্রশাসনের কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাইনি। বাধ্য হয়ে লিখিত অভিযোগ দিতে হয়েছে।”
তিনি জানান, ঘটনাস্থলে কোনো সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি এবং প্রক্টর অফিস তদন্তে দুই দিন সময় চেয়েছে। “একজন ভুক্তভোগীর জন্য এই দুই দিন অনেক দীর্ঘ সময়,” বলেন তামান্না। “তিনি মানসিকভাবে এতটাই বিপর্যস্ত যে স্বাভাবিকভাবে কথা বলতেও পারছেন না।”
তামান্না আরও বলেন, “এ ঘটনার সমাধান না হলে এটি জাতীয় ইস্যুতে পরিণত হতে পারে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষতিগ্রস্ত হবে।”
ভুক্তভোগী শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ক্লাস শেষে কার্জন হল এলাকা দিয়ে ফেরার পথে এক নারী তাঁর দিকে থুতু নিক্ষেপ করেন ও অপমানজনক ভাষায় গালিগালাজ করেন। পরবর্তীতে তাঁকে হাত ধরে টানেন বলেও অভিযোগ করেন তিনি।
পোস্টে তিনি আরও লেখেন, “আমি কিছুই বলতে পারিনি, শুধু চোখ দিয়ে পানি পড়ছিল। অনেক কষ্টে হাত ছাড়িয়ে দৌড়ে হলে ফিরেছি।”
ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
সূত্র: দৈনিক ইত্তেফাক