নিজস্ব প্রতিনিধি।
রাস মেলা উপলক্ষ্যে সাতক্ষীরার সনাতন ধর্মাবলম্বীরা সুন্দরবনের দুবলার চরে পূজা দিতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে। সোমবার (৩রা নভেম্বর) দুপুরে ১০টি ইঞ্জিনচালিত বোর্ডে মোট ৪৫৪জন তীর্থযাত্রী সাতক্ষীরা রেঞ্জের ফরেস্ট স্টেশন থেকে সুন্দরবনের দুবলার চরের উদ্দেশ্যে রওনা দেন।
বনবিভাগ সূত্রে জানা যায়, কোবাদক স্টেশন থেকে চার টা বোডে ২৩৮ জন, বুড়িগোয়ালিনী স্টেশন থেকে ৬ টা বোর্ডে ২১৬ জন তীর্থযাত্রী নিয়ে রওনা দিয়েছেন। প্রতিবছরের মতো এবারও রাস পূজা উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা সমবেত হচ্ছেন সুন্দরবনের এই চরাঞ্চলে। ভক্তরা জানান, সুন্দরবনের অপার সৌন্দর্যের মাঝে রাস উৎসব উদযাপন করতে পারাই তাদের জন্য এক ঐতিহ্য ও ধর্মীয় আনন্দের বিষয়।
বন বিভাগের বুড়িগোয়ালিনী স্টেশনের স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, পুণ্যার্থীদের বহনকারী ট্রলারে কোন প্রকার অবৈধ মালামাল আছে কিনা তা দেখা হয় এবং সনাতন ধর্মাবলম্বীদের জাতীয় পরিচয় পত্র যাচাই-বাছাই করে অনুমতি দেওয়া হয়। নিরাপত্তা নিশ্চিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বনকর্মীরা তৎপর রয়েছেন, যাতে নির্বিঘ্নে পূজা সম্পন্ন করে তারা ফিরে আসতে পারে।
তীর্থযাত্রী মাধব সরদার বলেন, সোমবার সকালে বুড়িগোয়ালিনী স্টেশনের ঘাট হতে এক সাথে ৬টি ট্রলার রওনা করে রাসপূজা ও পণ্যস্নান সহ ধর্মীয় আরাধনা করার লক্ষে রওনা দিচ্ছি।