রেজাউল রেজা।সটাফ রিপোর্টার
রাজধানীর সূত্রাপুরে মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুন লেগেছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাফি আল ফারুক জানান, খবর পাওয়ার পর তাদের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি।
প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনে বাসটির আংশিক ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।