মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধি।
বাগেরহাট জেলা কারাগারে বাবুল দাস (২৫) নামের একজন ভারতীয় জেলের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়। নিহত বাবুল ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বাসিন্দা এবং নির্মল দাসের ছেলে।
বাগেরহাট কারাগারের সুপার মোস্তফা কামাল জানান, শুক্রবার গভীর রাতে বাবুলের হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে কারা কর্তৃপক্ষ চিকিৎসকদের জানালে তাকে মৃত ঘোষণা করা হয়। পরবর্তীতে আইন অনুযায়ী ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।
কারা সূত্র জানায়, গত ১৫ জুলাই বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে কোস্টগার্ড ৩৪ ভারতীয় জেলেকে আটক করে মোংলা থানায় সোপর্দ করে। মামলার পর আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বাবুল দাস তাদেরই একজন ছিলেন।