বেনাপোল প্রতিনিধি।
বেনাপোল চেকপোস্টে বিপুল বৈদেশিক মুদ্রাসহ এক বাংলাদেশি যাত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার সকাল ১০টার দিকে স্ক্যানিং রুমে তল্লাশির সময় তার ব্যাগ থেকে এক লাখ ১০ হাজার সৌদি রিয়াল ও ১০ হাজার মার্কিন ডলার উদ্ধার করা হয়। উদ্ধার করা মুদ্রার বাজারমূল্য প্রায় ৪৮ লাখ ২০ হাজার টাকা।
আটক ব্যক্তির নাম শফিকুল ইসলাম (৪৬)। তিনি ঢাকার লালবাগ থানার হরনাথ ঘোষ রোডের বাসিন্দা এবং সিরাজুল ইসলামের ছেলে। ভারতের কলকাতা থেকে ফেরার সময় তার ব্যাগে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় এসব মুদ্রা পাওয়া যায়। বিজিবি জানায়, যাত্রীর পাসপোর্ট নম্বর ই-০০৭৪৫৬৬৩।
বিজিবির কর্মকর্তারা জানান, শফিকুল ইসলাম আগের দিন ব্যবসায়িক কাজে ভারতে যান। কলকাতার একটি হোটেলে অবস্থানকালে লিটু নামে এক বাংলাদেশি তার হাতে বৈদেশিক মুদ্রাগুলো তুলে দেন এবং বাংলাদেশে ফেরার পর ফোনযোগে একজন অজ্ঞাত ব্যক্তির কাছে তা হস্তান্তরের নির্দেশ দেন।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে বৈদেশিক মুদ্রা পাচারের অভিযোগে শফিকুল ইসলামকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মুদ্রাগুলো বেনাপোল কাস্টমসের আটক শাখায় জমা দেওয়া হয়েছে এবং শফিকুলকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।