ঝিনাইদহ প্রতিনিধি।
ঝিনাইদহ সদর উপজেলার বাকড়ি গ্রামে বিয়ের দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (২২ নভেম্বর) সকালে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার রফিকুল ইসলামের মেয়ের বিয়েতে প্রতিবেশী শাহিন উদ্দিনকে দাওয়াত না দেওয়ায় দুই পরিবারের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এর জেরে শনিবার সকালে শাহিন লোকজন নিয়ে রফিকুলের বাড়িতে হামলা করলে পরিস্থিতি দ্রুত সংঘর্ষে রূপ নেয়। দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষের মুখোমুখি অবস্থানে কমপক্ষে ১০ জন আহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।