বিডিটেলিগ্রাফ ডেস্ক।
মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। রোববার নিজ দপ্তরে সাংবাদিকদের ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
তিনি জানান, গত শুক্রবার দিল্লিকে পাঠানো ওই চিঠিতে দুই দণ্ডিতকে দেশে ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। এর আগে ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের প্রথম মামলায় শেখ হাসিনাকে দুই অভিযোগে এবং আসাদুজ্জামান খাঁন কামালকে একটি অভিযোগে মৃত্যুদণ্ড দেন।
ট্রাইব্যুনালের রায়ে বলা হয়, উভয়ের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে। মামলার আরেক আসামি, সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হওয়ায় পাঁচ বছরের কারাদণ্ড পান।
বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল–১ এ রায় ঘোষণা করেন। এ মামলার রায়কে মানবতাবিরোধী অপরাধ নিয়ে সাম্প্রতিক গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে প্রথম বিচারিক সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে।