ফরিদপুর প্রতিনিধি।
ফরিদপুরের সালথা উপজেলায় মহান আল্লাহকে নিয়ে কটুক্তি ও ধর্ম অবমাননার অভিযোগে শেখ আক্তার হোসেন নামে এক পল্লী চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার সকাল ১০টার দিকে উপজেলার বল্লভদী ইউনিয়নের বাউসখালি এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গত শুক্রবার শেখ আক্তার হোসেন তার ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন, যেখানে তিনি বাউল শিল্পী আবুল সরকারের একটি বক্তব্য তুলে ধরে বাউল গানের কথা উল্লেখ করেন। ভিডিওতে তিনি মহান আল্লাহকে ‘চোর বাটপার’ ও ‘খুনি’ বলে মন্তব্য করেন এবং বর্তমান সরকারকে ‘তালেবান সরকার’ হিসেবে আখ্যা দেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় আলেম–ওলামাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়।
অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নেয়। সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতাউর রহমান জানান, ধর্ম অবমাননা ও কটুক্তির অভিযোগে করা মামলায় তাকে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।