যশোরের বাঘারপাড়ায় চাঁদার টাকা না দেওয়াকে কেন্দ্র করে এক দপ্তরি ও ব্যবসায়ীকে ছুরিকাঘাতে গুরুতর আহত করা হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে নারিকেলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের আঙ্গিনায় এ ঘটনা ঘটে। আহত মো. আব্দুস সেলিম বর্তমানে যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।
পুলিশ জানায়, ইকবাল নামের এক ব্যক্তি এবং তার সঙ্গে থাকা আরেক অজ্ঞাত ব্যক্তি সেলিমকে লক্ষ্য করে ধারালো চাকু দিয়ে হামলা চালায়। এতে তার ডান হাতের বাহু এবং পিঠে রক্তাক্ত জখম হয়। সেলিমের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নেন।
ঘটনার বিষয়ে বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফকির তাইজুর রহমান জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল, তবে অভিযুক্তদের কাউকেই পাওয়া যায়নি।