নিজস্ব প্রতিনিধি।
পশ্চিম সুন্দরবনের অভয়ারণ্য ঘোষিত এলাকায় মৎস্য শিকারের অভিযোগে চার জেলেকে আটক করেছে বনবিভাগ। এসময় দুটি নৌকাসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের পুষ্পকাটীর বাটাংয়ের খাল থেকে তাদের আটক করা হয়।
আটক জেলেরা হলেন, শ্যামনগর পার্শ্বেমারী গ্রামের মোঃ আব্দুল হামিদ গাজীর ছেলে আজিজুল গাজী (৫০), মোঃ আবুল কালাম (৪০), মোঃ আব্দুল হাদি গাজীর ছেলে মহসিন গাজী (৪২) ও সিরাজুল ইসলাম গাজী (৫৫)।
সাতক্ষীরা রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফজলুল হক জানান, আটক জেলেদের সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে।