চৌগাছা প্রতিনিধি।
যশোরের চৌগাছায় কপোতাক্ষ নদের পাড় থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে চার ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে পাতিবিলা ইউনিয়নের নিয়ামতপুর গ্রামে সহকারী কমিশনার (ভূমি) প্রকৌশলী তাসমিন জাহানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন—ইছাপুর গ্রামের জুয়েল রানা, পড়াপাড়া গ্রামের আবু বক্কর, রামকৃষ্ণপুরের আবু বক্কর সিদ্দিকী এবং আন্দুলিয়ার জুয়েল হোসেন। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর ১৫(১) ধারায় তাদের এই দণ্ড দেওয়া হয়।
কর্তৃপক্ষ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কপোতাক্ষ নদের পাড় থেকে মাটি কাটার সময় তাদের আটক করা হয়। পরে তিনটি মাটি বহনকারী গাড়ি ও মাটি কাটার ভেকু জব্দ করে স্থানীয় ইউপি সদস্য মনিরুল ইসলামের জিম্মায় দেওয়া হয়।
স্থানীয়দের ভাষ্য, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে নদীর মাটি উত্তোলন করে আসছিলেন। প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগের দিন বুধবার একই এলাকায় অনুরূপ অভিযানে মাটি কেটে নেওয়ার অপরাধে আজমির রহমান নামে একজনকে ৮০ হাজার টাকা জরিমানা করেছিলেন সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান।