1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আসামে বহুবিবাহ করলে ১০ বছরের কারাদণ্ড - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ০৪:৪০ পূর্বাহ্ন

আসামে বহুবিবাহ করলে ১০ বছরের কারাদণ্ড

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৩০ জন খবরটি পড়েছেন

বিডিটেলিগ্রাফ ডেস্ক।

ভারতের আসাম রাজ্যে বহুবিবাহ নিষিদ্ধকরণে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বিধানসভায় ‘আসাম বহুবিবাহ নিষিদ্ধকরণ বিল, ২০২৫’ উপস্থাপন করেন, যাতে বহুবিবাহকে সরাসরি অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে।

প্রস্তাবিত আইনে বলা হয়েছে, জীবিত স্ত্রী বা স্বামী থাকা অবস্থায় তাদের সম্মতি নিয়ে দ্বিতীয় বিয়ে করলে সর্বোচ্চ সাত বছর কারাদণ্ড হতে পারে। তবে বিয়ের তথ্য গোপন করে পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হলে শাস্তির মেয়াদ বেড়ে সর্বোচ্চ দশ বছর পর্যন্ত হতে পারে। পাশাপাশি বিবাহের প্রক্রিয়ায় যুক্ত কাজী, পুরোহিত, গ্রামপ্রধান, কিংবা অভিভাবকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ রয়েছে।

বিল অনুযায়ী, আইনটি ষষ্ঠ তফসিলভুক্ত এলাকা ছাড়া আসামজুড়ে কার্যকর হবে। সংবিধানের ৩৪২ অনুচ্ছেদে উল্লেখিত তফসিলি জাতি ও জনজাতির সদস্যদের এই বিধান থেকে অব্যাহতি দেওয়া হবে। সরকার বলছে, জীবিত স্ত্রী বা স্বামী থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে আইনত নিষিদ্ধ হবে এবং বহুবিবাহ ঠেকানোই এই আইনের মূল লক্ষ্য।

বিল পেশের সময় শিল্পী জুবিন গার্গের মৃত্যু নিয়ে আলোচনার পর কংগ্রেস, সিপিএম ও রাইজোর বিধায়করা ওয়াকআউট করায় তাদের অনুপস্থিতিতেই এটি উপস্থাপন করা হয়। প্রস্তাবিত আইনে আরও বলা হয়েছে, কেউ একই অপরাধ পুনরায় করলে শাস্তি দ্বিগুণ করা হবে এবং দোষী সাব্যস্ত হলে সরকারি চাকরি, প্রকল্প সুবিধা কিংবা স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার যোগ্যতা হারাবেন। ভুক্তভোগী নারীদের ক্ষতিপূরণের বিষয়টিও এতে অন্তর্ভুক্ত রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews