৭০ বছর বয়সে টেস্টটিউবের সাহায্যে মা হলেন ভারতের গুজরাট প্রদেশের কুচবিহারের এক মহিলা। বৃদ্ধা ওই নারীর নাম জিতুবেন বালাবাই রাবারি। সন্তান লাভের অদম্য ইচ্ছা শক্তিতে সফল জিতুবেন গতমাসে আইভিএফ পদ্ধতিতে গর্ভধারন করেন।
কঠিন পরিস্থিতির মোকাবেলা করে দাম্পত্য জীবনের দীর্ঘ প্রায় ৪৫ বছর পরে মা হলেন জিতুবেন।
ডাক্তারদের চ্যালেঞ্জ আর জিতুবেনের অদম্য ইচ্ছা শক্তির কারণেই ১ মাস আগে মিলেছে এই সুফল।
সূত্র জানায়, চিকিৎসকরা সর্বপ্রথম জিতুবেন কে বৃদ্ধ বয়সে মা হওয়ার ঝুকি নিয়ে কাউন্সেলিং করান। কিন্তু প্রবল ইচ্ছা শক্তির কারনে ঝুঁকির ব্যাপারটা আমলেই নেননি।
গাইনোকোলোজিস্ট ডা. নরেশ বানুশালি জানান, ওষুধ দিয়ে বৃদ্ধার ঋতুচক্র নিয়মিত করার পরে তার সরু ইউট্রাস প্রসারিত করেন। এর পরে নিষিক্ত ডিম্বাণু ইউট্রাসে প্রতিস্থাপন করা হয়। আস্তে আস্তে ডাক্তাররা বুঝতে পারেন তারা শতভাগ সফল হচ্ছেন ।
সংশ্লিশট সুত্র জানায়, বর্তমানে সন্তানসহ সুস্থ আছেন ।