সিলেটে কলেজে ঢুকে এক শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে কে বা কারা। বৃহস্পতিবার দুপুরে কলেজে এই ঘটনা ঘটেছে।
নিহত কলেজ শিক্ষার্থী আরিফুল ইসলাম রাহাত (১৮)দক্ষিন সুরমার গ্রামের বাসিন্দা এবং দক্ষিন সুরমা কলেজের ২য় বর্ষের ছাত্র ছিলেন ।
অধ্যক্ষ শামসুল ইসলাম জানান, কলেজ ছুটির পর ৩/৪ জন যুবক বেলা সোয়া একটার দিকে ফটকের ভেতরে ঢুকে রাহাতকে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, ফটকে লাগানো সিসিটিভি ক্যামেরা নশট থাকায় কারা ছুরিকাঘাত করেছে সেটি জানা যায়নি । তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেই সাথে ৪ দিনের জন্য কলেজ বন্ধ করে দেয়া হয়েছে।
মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্লাহ তাহের জানিয়েছেন, হত্যাকারিদের আটকও ঘটনা তদন্তে পুলিশ মাঠে নেমেছে।