আজ শুক্রবার(২২অক্টোবর) দুপুরে কক্সবাজার সী’বীচের সুগন্ধা থেকে গতকাল রাতে গ্রেফতার করা পুজা মন্ডপে পবিত্র কোরআন শরীফ রেখে সারা দেশে অরাজকতা সৃষ্টিকারী সেই ইকবাল কে কুমিল্লায় কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে নিয়ে আসা হয়েছে।
জানা গেছে,কক্সবাজার সমুদ্র সৈকত থেকে সন্দেহজনকভাবে তাকে আটকের পর কুমিল্লা পুলিশ সুপার আটকৃতকে কুমিল্লার ইকবাল হিসেবে শনাক্ত করেন।
গত বুধবার (১৩ অক্টোবর) শারদীয় দুর্গাপূজার সময় কুমিল্লার নানুয়াদিঘির দর্পণ সংঘের অস্থায়ী পূজামণ্ডপে প্রতিমার পায়ের উপরে কোরআন শরীফ রাখা কেন্দ্র করে পুজামন্ডপে হামলা-ভাংচুর চালায় বিক্ষুব্দ এলাকাবাসী।
ন্যাক্কারজনক ঘটনায় তৎপর আইনশৃংখলা রক্ষাকারীবাহিনী সিসিটিভি ফুটেজ দেখে আটক ইকবাল কে শনাক্ত করেন। শুরু হয় গ্রেফতারের প্রক্রিয়া। শেশ পর্যন্ত পালিয়ে বেড়ানো ইকবাল পুলিশের খাঁচায় বন্দি হয়েছে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম বলেন, ‘ভোর ৫টার সময় পুলিশের একটি দল কুমিল্লা থেকে কক্সবাজার এসে পৌঁছায়। আইনি কার্যক্রম শেষ করে আটক ইকবাল কে হস্তান্তর করার পর সাড়ে ৬টার দিকে কক্সবাজার পুলিশ ও কুমিল্লা পুলিশ দিয়ে কঠোর নিরাপত্তায় তাকে কুমিল্লায় পাঠানো হয়েছে।
আটক ইকবাল জিজ্ঞাসাবাদে কী কী তথ্য পাওয়া গেছে সেটি পুলিশ জানায় নি।