গত ১২ অক্টোবর ঝিনাইদহের তেতুলবাড়িয়া গ্রামের খুন হওয়া ইজিবাইক চালক ইকরামুল ইসলামের ৬ খুনীকে আজ শুক্রবার ( ২২ অক্টোবর) কুষ্টিয়া,কালীগঞ্জ ও ঝিনাইদহের বিভিন্ন স্থান থেকে আটক করেছে পুলিশ। পুলিশ খুনে ব্যবহার করা ছুরি ও ইজিবাইক উদ্ধার করেছে।
আটককৃতরা হচ্ছেন- মাগুরা শালিখার কাতলী গ্রামের ইউনুছ আলীর পুত্র সাগর অরফে সৈকত (৩১ ) ও ছান্দাড়া গ্রামের আরজ আলীর পুত্র বাপ্পি হোসেন (২৬), কালীগঞ্জের কাশিপুরের আব্দুল আজিজের পুত্র জাকির হোসেন (২৭), পীরগোপালের মসলেম উদ্দিন মোল্লার পুত্র তানভীরুল ইসলাম নাইম (২৩) এবং চান্দেরপোলের আব্দুল বারেক বিশ্বাসের পুত্র শামীম হোসেন (২৪)।
ঝিনাইদহ পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম সংবাদ সম্মেলনে গনমাধ্যমকর্মীদের কাছে এটি জানান।
এসময় আরোও উপস্থিত ছিলেন, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন ও কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান মিয়া।