র্যাব-৬ যশোরের সদস্যরা শুক্রবার শহরের বকচর এলাকা থেকে শোভন দাস (২৭) নামে এক যুবকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্মীয় উস্কানি এবং গুজব ছড়ানোর অভিযোগে গ্রেফতার করেছে।
আটক শোভন দাস নড়াইলের কালিয়া উপজেলার জোকারচর গ্রামের শ্যামল কুমার দাসের পুত্র । এসময় উস্কানিমুলক স্ট্যাটাসসহ ব্যবহৃত মোবাইল উদ্ধার করা হয়।
র্যাব যশোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. মো. নাজিউর রহমান শনিবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে এ তথ্য জানানিয়েছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, ১৫ অক্টোবর থেকে ২২ অক্টোবর সকাল পর্যন্ত বিভিন্ন সময়ে শোভন তার ফেসবুক আইডি থেকে বেশ কিছু ধর্মীয় উসকানিমূলক স্ট্যাটাস ও লিংক শেয়ার করে। স্ট্যাটাসে সাম্প্রতিক সময়ে হিন্দু নারীদের ধর্ষণ, পুরোহিত হত্যাসহ নানা গুজব ছড়ানো হয়।
জানা গেছে, কুষ্টিয়া ইবির পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী এই শোভন দাস। সে লালন শাহ হলের আবাসিক ছাত্র ও ইবি ফিল্ম সসাইটির সাধারন সম্পাদক।
আটক শোভন দাসসহ আরোও ৫/৬ জন এ ব্যাপারে জড়িত থাকতে পারে র্যাবের সন্দেহ। ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে শোভন দাসকে যশোর কোতইয়ালী থানায় সোপর্দ করেছে র্যাব।