তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান তুরস্কে নিযুক্ত যুক্তরাষ্ট্রসহ ১০ দেশের রাষ্ট্রদূতদের বহিস্কারের ঘোষিত সিদ্ধান্ত থেকে পিছু হটেছে। রয়টার্স জানায়, চলতি সপ্তাহে তুরস্কের প্রেসিডেন্টের দেয়া নির্দেশ থেকে পিছিয়ে যাচ্ছেন তিনি।
সে দেশের দীর্ঘ ৪ বছর ধরে কারাভোগী বিশিষ্ট সমাজকর্মী ওসমান কাভালার মুক্তির ব্যাপারে ওই সকল দেশের রাষ্ট্রদূতরা কথা বলেন।
এর প্রেক্ষিতে তুরস্ক প্রেসিডেন্ট ১০ দেশের কূটনীতিবিদদের সে দেশের অভ্যান্তরীন বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ তুলে এ সিদ্ধান্ত নেন।
এদিকে সোমবার দূতাবাসগুলো কোনো দেশের নিজস্ব বিষয়ে হস্তক্ষেপ করাসহ আন্তর্জাতিক কূটনৈতিক শিষ্টাচার মেনে চলার প্রতিশ্রুতি দেয়ায় আপাতত সৃষ্ট তিক্ততার অবসান হলো।
এরদোগান এক সংবাদ সম্মেলনে বলেন, তারা তাদের অবস্থান থেকে সরে এসে আরও সতর্ক থাকার কথা জানিয়েছে। আরো বলেন, সংকট সৃষ্টি করা কখনোই আমাদের লক্ষ্য নয়। আমাদের লক্ষ্য হচ্ছে দেশের অধিকার, আইন, সুনাম ও সার্বভৌমত্ব রক্ষা করা।