আধিপত্য বিস্তার করা নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ২জন নিহত হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। ঘটনাটি ঘটেছে নরসিংদী জেলার রায়পুরায়।
রায়পুরা সার্কেলের এএসপি সত্যজিৎ কুমার ঘোষ জানান, আজ বৃহস্পতিবার সকালে উপজেলার পাড়াতলী ইউপির কাচারিকান্দিতে দুই পক্ষের মধ্যে টেটা, বল্লম এবং দেশীয় আগ্নেয়াস্ত্রসহ মারামারি বেঁধে যায়। প্রায় দুই ঘন্টা ধরে চলমান দাঙ্গায় ২ জন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন এবং অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজন টেটাবিদ্ধ হয়েছে।
টেটা, বল্লম এবং দেশীয় আগ্নেয়াস্ত্র ব্যবহার করে প্রায় দুই ঘণ্টা ব্যাপী সংঘর্ষ হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
আহতদের কয়েকজন টেটাবিদ্ধ হয়েছেন।
পুলিশ জানায়, চরের ব্যবসায়িক নিয়ন্ত্রণ করা নিয়ে দীর্ঘদিন থেকে আধিপত্য বিস্তার করা নিয়ে বিবদমান দুই পক্ষের উত্তেজনা বুধবার সন্ধ্যায় ব্যাপক আকার ধারণ করার পর বৃহস্পতিবার সেটি সঙ্ঘর্ষে পরিনত হয়।
থানায় এব্যাপারে কোন মামলা দায়ের হয়নি।