কুমিল্লায় মন্দিরে কোরআন শরীফ রাখা আটক ইকবাল কক্সবাজার জেলার চকোরিয়ার এক মসজিদ থেকে এর আগে পবিত্র কোরআন শরীফ চুরি করে ধরা পড়ে। মসজিদের খাদেম ও মুসল্লীরা তাকে আটক করেন। সে ঘটনার ভিডিও মোবাইলে ধারণ করেন মুসল্লিরা।
১৭ অক্টোবর রাত দুইটা ৩০ মিনিটের সময় কক্সবাজারের চকরিয়ার সবুজ পাহাড় মসজিদের খাদেম আজান শুনতে পান। ঘুম ভেঙে তিনি দেখতে পান মসজিদের মিনারে উঠে আজান দিচ্ছেন অজ্ঞাত এক ব্যক্তি। সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটকের পর তার কাছে গামছায় পেঁচানো একটি কোরআন শরীফ দেখতে পান। চোর ভেবে তাকে আটক করে রাখা হয়। পরদিন সকালে তাকে স্থানীয়দের হাতে তুলে দেওয়া হয়।
স্থানীয়দের প্রশ্নের মুখে সন্দেহভাজন ব্যক্তি জানান তার বাড়ি কুমিল্লায়। নাম ইকবাল হোসেন। পুরো বিষয়টি তারা মোবাইলে ভিডিও ধারণ করেন।
ইকবাল জানান, ১৬ অক্টোবর ফজরের নামাজের সময় তিনি চকরিয়া রোডের একটি মসজিদে প্রবেশ করেন। মসজিদের অজুখানায় থাকা একটি গামছা দিয়ে তিনি পবিত্র কোরআন শরীফটি পেঁচিয়ে বের হয়ে যান।
সবুজ পাহাড় মসজিদের খাদেম ও স্থানীয়রা ইকবালের পরিচয় ও কোরআন শরীফটি তাদের নয় নিশ্চিত হয়ে গামছা ও কোরআন শরীফটি রেখে তাকে একটি পুরাতন জামা দিয়ে ছেড়ে দেয়। কক্সবাজারে আটকের সময় ওই জামাটি তার গায়ে ছিল।
রিমান্ডে থাকা ইকবাল হোসেন চকরিয়ার মসজিদ থেকে কোরআন নেওয়ার কথা স্বীকার করেছেন।