জেলা গোয়েন্দা পুলিশ সোমবার ০১ নভেম্বর যশোরে পৃথক অভিযানে চিহ্নিত নারী মাদক বিক্রেতাসহ দুই মাদক কারবারি কে আটক করেছে।
আটকৃতরা হচ্ছে- রেখা বেগম (৪৬)ও লুৎফর রহমান লুতু (৪৬) ।
ডিবি পুলিশের এসআই সোলায়মান আক্কাস জানান , আজ বেলা সাড়ে ১২টার দিকে রেখাকে ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শহরের চাঁচড়া ডালমিল এলাকা থেকে আটক করা হয়। রেখাকে ডালমিল ইসমাইল কলোনী এলাকার শহিদুল ইসলামের স্ত্রী।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপরিদর্শক এসএম শাহীন পারভেজ জানিয়েছেন, চাঁচড়া রেলগেট পশ্চিমপাড়া থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মৃত আব্দুল আজিজের ছেলে লুৎফর রহমান লুতুকে গ্রেফতার করা হয়।