আজ শুক্রবার (৫নভেম্বর ) সকালে দুবাই থেকে ছেড়ে আসা সিলেট বিমান বন্দর হয়ে ঢাকা শাহজালাল বিমান বন্দরে অবতরণ করা বাংলাদেশ বিমানের দুই যাত্রীর কাছ থেকে ৪ কেজি ১৫৫গ্রাম স্বর্ণ জব্দ এবং ওই দুইজন কে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।
গ্রেফতারকৃতরা হচ্ছে- দেলোয়ার ও রবি মিয়া।
জানা গেছে,সিলেট বিমানবন্দর থেকে আভ্যন্তরিন যাত্রী হিসেবে বিমানে আরোহন করে ওই দুই যাত্রি।
আটক দেলোয়ারের লাগেজ স্ক্যানিং ও আর্চওয়েতে চেকিং করলে তার লাগেজে এক হাজার ১০০ গ্রাম ও পায়ুপথে ৮৩৫ গ্রামসহ মোট ১ হাজার ৯৩৫ গ্রাম পেস্ট সদৃশ স্বর্ণ পাওয়া যায়।
অন্যজন রবি মিয়ার পায়ের নিম্নাংশে এ্যাংলেট দিয়ে আবৃত ২ হাজার ২২০ গ্রাম পেস্ট সদৃশ স্বর্ণ পাওয়া যায়।
উদ্ধার হওয়া মোট ৪ হাজার ১৫৫ গ্রাম পেস্ট সদৃশ স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় ২ কোটি ৯০ হাজার ৮৫ হাজার টাকা।