অভয়নগরের নওয়াপাড়া পৌরসভার ৩নং ওয়ার্ড ধোপাদী গ্রামের বাসিন্দা মাদক ব্যবসায়ী ও অনলাইন জুয়াড়ি সাকিব মোল্যা (২২) নামের এক যুবককে রেলওয়ে পুলিশ ফেনসিডিলসহ আটক করেছে।
শুক্রবার বিকালে রেলওয়ে পুলিশ বেনাপোল থেকে ছেড়ে আসা কমিউটার ট্রেন থেকে তাকে ফেনসিডিলসহ আটক করে।
এ ব্যাপারে খুলনা জিআরপি থানার ওসি খবির উদ্দিন মোল্যা জানান, নওয়াপাড়া পৌরসভার ধোপাদী গ্রামের শহিদুল ইসলাম ওরফে ভবেন শহিদের ছেলে সাকিব মোল্যা (২২) দীর্ঘদিন যাবৎ মাদক সরবরাহ করে আসছিল এবং বেনাপোল থেকে মাদকের একটি চালান সরবরাহ করা হবে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা রেলওয়ে ডিবি পুলিশের এএসআই আবদুল আলিমের নেতৃত্বে একটি টিম বেনাপোল কমিউটার ট্রেনে অভিযান চালায়। অভিযানে ধোপাদী গ্রামের মাদক ব্যবসায়ী ও অনলাইন জুয়াড়ি সাকিব মোল্যাকে আটক করে।
এর আগে বেনাপোল ট্রেনে পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সাথে থাকা একটি ফেনসিডিলের বস্তা চলন্ত ট্রেন থেকে বাইরে ফেলে দেয়। এসময় সাকিব মোল্যার দেহ তলাশী করে এক বোতল ফেনসিডিল উদ্ধারপূর্বক তাকে আটক করা হয়। এ ব্যাপারে খুলনা রেলওয়ে থানায় মামলা হয়েছে।