ফরিদপুরে নৌকা প্রতীকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা । ন্যাক্ক্যারজনক ঘটনাটি ঘটেছে নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নে ।
শুক্রবার (৫ নভেম্বর) দিবাগত গভীর রাতে কাইচাইল ইউনিয়নের মধ্যম গ্রামের নতুন বাজার এলাকায় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর নৌকা প্রতীকে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এলাকাবাসী জানান, ঘটনার ওই রাতে একই এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীক কবির হোসেন ঠান্ডু একটি জনসভা হয় ।
জানতে চাইলে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী কবির হোসেন ঠান্ডুর সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেন নি।
নগরকান্দার রিটার্নিং কর্মকর্তা তাপস শাঁখারি জানান, দুর্বৃত্তের আগুন দেওয়ার ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আমরা উত্তেজনা থামানোর চেষ্টা করছি।
পুলিশের নগরকান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সুমিনুর রহমানজানান, ব্যাপারটি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।