যশোরে দূর্বৃত্তদের ছুরিকাঘাতে তাঁতী লীগ নেতার মৃত্যূ হয়েছে ।
বুধবার(১৭ নভেম্বর) শহরের মোল্যাপাড়ায় একটি চায়ের দোকানে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।
নিহত তাঁতী লীগ নেতা আব্দুর রহমান কাকন (৩৫) জেলা শহরের বারান্দি মোল্যা পাড়ার বাসিন্দা আব্দুল হামিদের পুত্র।
পরিবার সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে ১০ টার দিকে আব্দুর রহমান কাকন বাড়ির পাশেই এক চায়ের দোকানে আড্ডা দেয়ার সময় অজ্ঞাত দূর্বৃত্তরা এসে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আহত অবস্থায় উদ্ধার করে তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ তাকে হত্যা করতে পারে। হত্যাকারী দূর্বৃত্তদের গ্রেফতারের অভিযান শুরু হয়েছে। তিনি আরোও জানান নিহতের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।