শনিবার দুপুরে যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার বারোপোতা সীমান্তের গ্রাম থেকে ৯ টি বোমা ও বোমা তৈরীর সরঞ্জামসহ ৫ জন কে আটক করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হচ্ছেন- বারোপোতা গ্রামের আলী হোসেনের ছেলে জাহিদ হাসান (২২), গোলাম হোসেনের ছেলে আলাউদ্দিন (৩৫), সমির উদ্দিনের ছেলে সজিব (২৮), মৃত তোয়াফজলের ছেলে আজগর (৫০)। বাকি একজনের পরিচয় এখনো নিশ্চত করতে পারেনি পুলিশ।
পোর্ট থানার এসআই রোকনুজ্জামান জানান, নির্বচনে অধ্যিপত্য বিস্তারের জন্য বারোপোতা সীমান্তে বাঁশ বাগানের ভেতর কিছু সন্ত্রসী বোমা তৈরী করছে বলে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৯টা বোমা ও বিপুল পরিমান বোমা তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। এ সময় ৫ জন কে আটক করা হয়।