মহেশপুরে রাজহাঁস হত্যার জের ধরে প্রতিবেশিদের পিটুনিতে মুজিবুর রহমান (৩৫) নামে এক যুবক নিহত ।
নিহত মুজিবুর রহমান উপজেলার নাটিমা ইউপির নষ্টী গ্রামের মরহুম আব্দুর রাজ্জাকের পুত্র।
স্থানীয়রা জানান, প্রতিবেশী কামালের একটি রাজহাস মারার ঘটনায় গত শুক্রবার দুই পরিবারের মাঝে ঝগড়া লাগলে মুজিবুর গিয়ে বিষয়টি সমাধান চেষ্টা করেন। এসময় কামাল ও তার পরিবারের সদস্যরা তাকে লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে আহত করে ।
স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে তাকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। হাসপাতালে মুজিবুরের অবস্থার অবনতি হওয়ায় রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয় । পরে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, হত্যাকারীদের ধরতে অভিযান চলছে ।