যশোর জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন বলেছেন,নৌকা দিয়েছেন শেখ হাসিনা।তাই নৌকার বিরোধীতা করলে জীবনে আর কোনদিন আওয়ামীলীগ করতে পারবেন না।
রোববার যশোরের বাঘারপাড়ার ধলগ্রাম ইউনিয়নে নৌকা প্রতীকের বিশাল নির্বাচনী কর্মীসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
এই ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী আতিয়ার রহমান সরদারের সমালোচনা করে শহিদুল ইসলাম মিলন বলেন, নৌকার বিরুদ্ধে ভোটে দাঁড়িয়ে ভেবেছেন জামাত – বিএনপির ভোটে নির্বাচিত হবেন। তা হবেনা। এসময় সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ডের ফিরিস্তি তুলে ধরে বলেন,শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বিএনপি বিদ্যুৎ উৎপাদন না করে খাম্বা দিয়েছেন। আর শেখ হাসিনার সরকার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে।
ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত বীরপ্রতীক ইসহাক মহাবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ইউপি চেয়ারম্যান সুভাষ দেবনাথ অভিরাম।
সভায় বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সাবেক সাংসদ এ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির।
কর্মীসভায় আরোও উপস্থিত ছিলেন, যশোর জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মুন্সি মহিউদ্দিন,জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাসান আলী, উপজেলা কৃষকলীগের সভাপতি এ্যাডভোকেট ইদ্রিস আলী,পৌর আওয়ামীলীগের আহবায়ক ও পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্যা, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও নৌকা প্রতীকের প্রার্থী রবিউল ইসলাম রবি, আওয়ামীলীগ নেতা আবু বক্কার শিকদার,ঈমান আলী মিনা,মাস্টার মাহফুজুর রহমান, জেলা যুবলীগ নেতা কেরামত আলী মোল্যা,বাঘারপাড়া পৌর আওমীলীগের যুগ্ম আহবায়ক ফয়সাল আহমেদ মিল্টন,উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক রেহমান জেমাম বাবু,উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়জিদ হোসেন প্রমুখ।