বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি:
ইউপি নির্বাচন উপলক্ষে যশোরের বাঘারপাড়ার জামদিয়ায় নৌকা প্রতীকের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে বারভাগ মিনা বাজারে এ পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাহেব আলী মোল্যা। এতে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আব্দুল মজিদ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারাম্যান ভিক্টোরিয়া পারভিন সাথী, যশোর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জি: আশরাফুল কবির বিপুল ফারাজী, জামদিয়া ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম টুটুল, জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী আরিফুল ইসলাম তিব্বত।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যশোর শহর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক এসএম মাহমুদুল হাসান সুমন, জেলা ছাত্রলীগের সহ সভাপতি রাজু রানা, সাংসঠনিক সম্পাদক ইলিয়াস হোসেন রিয়াদ, রায়পুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা শেখ ইউনুস আলী, জামদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি ইনছার আলী মোল্লা, জমির উদ্দীন সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক জিয়াউর রহমান, যুবলীগ নেতা কামাল হোসেন, মুকুল রেজা, সোহেল রানা, হান্নান হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়জিদ হোসেন, ছাত্রলীগ নেতা রেজওয়ান হোসেন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মাও: হেকমত আলী।